নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় মাইক্রো চালককে হত্যা করে ছিনতাই হওয়া (ঢাকা মেট্রো-০০-০৬১৭) নাম্বারের একটি মাইক্রোবাস গত মঙ্গলবার রাতে জয়পুরহাটের বানিয়াপাড়া পেট্রোল পাম্পের পাশে থেকে উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, গত শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার ব্রিজের নিচে বকুল (২৬) নামের এক মাইক্রো চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার তদন্ত (ওসি) মো: আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাটের বানিয়াপাড়া পেট্রোল পাম্পের পাশে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান আমাদের আভিযান অব্যাহত রয়েছে। আশাকরছি দ্রুতই হত্যাকারীকে গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, গত শুক্রবার (১২ এপ্রিল) বিকালে উপজেলার মনিয়ারী ইউনিয়নের দিঘীরপার ব্রিজের নিচে বকুল (২৬) নামের এক মাইক্রো চালককে হত্যা করে মাইক্রোবাস ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার তদন্ত (ওসি) মো: আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ জয়পুরহাটের বানিয়াপাড়া পেট্রোল পাম্পের পাশে থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান আমাদের আভিযান অব্যাহত রয়েছে। আশাকরছি দ্রুতই হত্যাকারীকে গ্রেফতার করতে আমরা সক্ষম হবো।
একটি মন্তব্য পোস্ট করুন