নওগাঁ প্রতিনিধিঃ “বঙ্গুবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই প্রতপিাদ্য নিয়ে ফেষ্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়ানো, বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লিগ্যাল এইড মেলা, দিন ব্যাপী রক্তদান, ফ্রি চক্ষু শিবির ও হেলথ ক্যাম্প কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০১৯ পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল ইলামের সভাপতিতে রবিবার সকালে জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ এ,কে,এম শহীদুল ইলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যেন্যার মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন টাইবুন্যাল-১ এর বিজ্ঞ বিচারক শহীদুল ইসলাম আজামী, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, চীফ জুডিশীয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম চৌধুরী, সদর হাসপাতালে তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম, পিপি আব্দুল খালেক, জিপি মোস্তাফিজুর রহমান ফিরোজ, এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টু প্রমুখ বক্তব্য রাখেন। এসময় র্যালী ও আলোচনা সভায় আইন বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকেলে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী লাঠিখেলা, গম্ভীরা, আদিবাসী শিল্পীদের ঐতিহ্যবাহী নৃত্য ও সঙ্গীত পরিবেশন হয়। সন্ধ্যায় লিগ্যাল এইড সংশ্লিষ্ট ভিডিও চিত্র প্রদর্শনী, নাটিকা ও আধুনিক সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন