প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা চত্বরে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বিভিন্ন বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন