মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ): নওগাাঁর পত্নীতলায় হাতিম র্ফানিচার সেরা শিল্পী-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ই এপ্রিল শন্ধ্যায় হাতিম র্ফানিচারের আয়োজনে ও সাউথ বাংলা এগরিকালচার এ্যন্ড কোর্মাস ব্যাংক লি; এর সহযোগিতায় পত্নীতলার নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে হাতিম র্ফানিচারের তিন দিন ব্যাপি মেলা ও সেরা শিল্পী বাছাইয়ের এক কন্ঠ যুদ্ধ অনুষ্ঠিত হয় এতে নওগাঁ জেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা অংশগ্রহন করেন, তিনটি র্পবে সেরা শিল্পী বাছাই করা হয় ১ম র্পবে সকল প্রতিযোগি অংমগ্রহন করেন এর মধ্যে থেকে সেরা ১০ জন র্নিবাচিত হয় সেরা ১০ থেকে আবার সোর ৩ জন র্নিবাচিত হয় সেরা ৩ থেকে ১ম হয়েছেন নাদিয়া সুলতানা নিতু, ২য় ওরাকা রহমান, ৩য় সমাপ্ত । নির্বাচন করা হয়, এতে বিচারকের দায়িত্ব পালন করেন জনপ্রিয় কন্ঠশিল্পী আকবর আলীি ও তার সহকারী নাহিদ হাসান এব ং স্বদেশ কুমার মন্ডল, ওস্তাত মজনু
হাতিম র্ফানিচারের মার্কেটিং মানেজার মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: ইকবাল হোসেন পুলিশ সুপার নওগাঁ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: রাকিবুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আ খালেক চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আ গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, থানা ও সি পরিমল চক্রবর্তী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, মোছা: মোস্তারী রব্বানী ডিলার হাতিম র্ফানিচার নজিপুর, অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লু স্কাই ব্যান্ড, উপস্থাপনায় ছিলেন মো: মিলটন উদ্দীন ও নাজনীন নাহার (শিমু)
হাতিম র্ফানিচারের মার্কেটিং মানেজার মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মো: ইকবাল হোসেন পুলিশ সুপার নওগাঁ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো: রাকিবুল ইসলাম, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: আ খালেক চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আ গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, থানা ও সি পরিমল চক্রবর্তী, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো: আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আজাদ রহমান, মোছা: মোস্তারী রব্বানী ডিলার হাতিম র্ফানিচার নজিপুর, অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লু স্কাই ব্যান্ড, উপস্থাপনায় ছিলেন মো: মিলটন উদ্দীন ও নাজনীন নাহার (শিমু)
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.