নওগাঁ জেলা প্রতিনিধি: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, আত্রাই রানীনগর এলাকার সংসদ সদস্য মো: ইসরাফিল আলম।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এর আয়োজন করে। জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুর রফিক, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা রবীন্দ্রনাথের ১৫৮তম জন্ম জয়ন্তী সুষ্ঠ ও সুন্দর ভাবে উদযাপনের জন্য বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলার সকল পর্যায়ের কর্মকর্তা, আত্রাই ও রানীনগর উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন