প্রতিনিধি নওগাঁ: “আকাশ ছোয়া স্বপ্ন বাস্তবায়নে আমরা“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বৃত্তি পরীক্ষার ফলাফল ও সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম। বৃহষ্পতিবার সকালে ইসলামিয়া ফাযিল মাদরাসায় নওগাঁ এডুকেশন ফাউন্ডেশন এর আয়োজন করে।
ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন, জিলা ও গার্লস স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওহিদুল হক মন্ডল, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবীর উদ্দিন, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মাদরাসার উপাধ্যক্ষ রমজান আলী, নওগাঁ এডুকেশন ফাউন্ডেশনের সভাপতি মোনায়েম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি বৃত্তি পরীক্ষার ফলাফল ও সনদপত্র বিতরন করেন। এসময় ১০ টি স্কুলের প্লে থেকে ৫ম শ্রেনী পর্যন্ত মোট ৯০ জন ছাত্র-ছাত্রীদের এসব বিতরন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন