সাপাহার (নওগাঁ)প্রতিনিধি: “সবাই মিলে ভাবো,নতুন কিছু করো,নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সাপাহার জিরো পয়েন্টে চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দিবসের তৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী,সহকারী কমিশনার(ভূমি) সবুর আলী,মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, উপ- প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সন্তোষ কুমার কুন্ডু,পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান প্রমূখ। ওই মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকা,শিক্ষার্থী,ও বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যগণ অংশগ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন