বেনাপোলে কাস্টমস এর আই আর এম টিমের হাতে অবৈধ ভাবে আসা পণ্য বোঝাই ভারতীয় ট্রাক আটক: ড্রাইভার পলাতক

বেনাপোলে কাস্টমস এর আই আর এম টিমের হাতে অবৈধ ভাবে আসা পণ্য বোঝাই ভারতীয় ট্রাক আটক: ড্রাইভার পলাতক
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল কাস্টমস হাউস সুত্রে জানা গেছে গত ১৩ ইং মার্চ পন্য বোঝাইসহ একটি ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে ঢোকে। ট্রাকটিতে মিথ্যা ঘোষনা দিয়ে পন্য বোঝাই ট্রাকটি স্থল বন্দরের ১ নং শেডে এসে দাড়ালে আগে থেকেই গোপন সংবাদ পেয়ে বেনাপোল কাস্টমস হাউসের ইনভেষ্টিগেশন রিসার্চ এন্ড ম্যানজমেন্ট(আইআরএম)এর একটি অভিজ্ঞ দল ঐ ভারতীয়(ঘখঙখঅঈ-৬৬৫৪) নং  এর ট্রাকটি ফলো করতে থাকে। ট্রাকটি’র কিছু পন্য স্থল বন্দরের ৯ নং শেডে নামায় অবশিষ্ট  বাকী পন্য দিয়ে পুনরায় ১ নং শেডের সামনে রেখে ড্রাইভার পালিয়ে যায়। বর্তমান ট্রাকটি বেনাপোল কাস্টমস  হাউসের আটক শাখায় রাখা আছে।

আটককৃত ট্রাকের পন্যের গাঁয় চৎড়পঃবৎ ্ এধসনষব ইধহমষধফবংয ঢ়াঃ.খঃফ. লেখা ইস্টিকার দেখে কাস্টমস কর্ত্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করলে ঐ ট্রাকের মালামাল গুলি তাদের নয় বলে জানান। মালামালের পরিমান ৬৫১ কার্টুনে মোট ৭৮১২ টি জিলেট সেভিং ফোম এর বোতল পাওয়া যায়।যার শুল্কায়ন যোগ্য ওজন ৩২৬৫.৪১৬ কেজি।

এব্যাপারে স্থানীয় সাংবাদিকরা  কিছু জানতে চাইলে বেনাপোল কাস্টমস কমিশনার এর সত্যতা স্বীকার করেন এবং পন্য সহ ট্রাকটি নিলামে দেওয়ার চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করেছেন বলে বেলাল হোসেন চৌধুরী জানান।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget