নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ১৫ লক্ষাধীক টাকার মাছ নিধন

নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ১৫ লক্ষাধীক টাকার মাছ নিধন
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর সদর উপজেলার আলাইপুর গ্রামের ৯ বিঘা একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় পনের লক্ষাধীক টাকার মাছের রেণু পোনা সহ রুই, ব্রিগেট, কাতলা পাঙ্গাস ও নানা দেশী প্রজাতির মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার ভোর রাতে স্থানীয় সূত্রে, পুকুর মালিক মো. শাহ্ আলম ফোনের মাধ্যমে জানাতে পেয়ে পুকুরে গিয়ে মাছ মরা দেখে বুঝতে পারে রাতেই পুকুরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। পুকুরে দেখি মাছগুলো মরে পানিতে ভেসে উঠেছে। পরে বিষয়টি স্থানীয় নওহাটা পুলিশ ফাঁড়িতে জানান। নওহাটা ফাঁড়ির পুলিশ গিয়ে পুকুরে বিষ প্রয়োগ এর বিষয়টি নিশ্চিত করার জন্য আলামত সংগ্রহ করেন।

এসময় মো. আজগর আলী সরকার এর ছেলে মো. শাহ্ আলম জানান, আমি সবে মাত্র পুকুরটি খনন করে মাছ চাষ শুরু করেছি প্রায় ১৫ লক্ষ টাকার মাছ বিক্রয় করতাম। বিভিন্ন সময় পুকুর খননের শুরু থেকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে চাঁদার দাবী করছিল দুর্বৃত্তরা।

নওগাঁ সদর মডেল থানার (ওসি) মো. আব্দুল হাই জানান, এবিষয়ে আমার কাছে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে ব্যবস্থা নেব।


একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget