প্রতিনিধি নওগাঁ: নওগাঁয় আলোচনা সভার মধ্য দিয়ে গনহত্যা দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। সোমবার সকালে জেলা প্রশাসন আয়োজিত নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা পাক হানাদার বাহিনী দ্বারা ১৯৭১ সালে ২৫ মার্চের গনহত্যা দিবসের নারকীয় ঘটনার উপর বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলার সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন