কাজী কামাল হোসেন, নওগাঁ: নওগাঁর ধামুইরহাট উপজেলার বস্তাবর কাগজকুটা গ্রামে সরেজমিন পরিদর্শন এবং আদিবাসী ভূমিহীন পল্লীতে গভীর রাতে অগ্নিসংযোগ ও লুটপাটকারী চিহ্নিত দূবৃর্ত্তদের গ্রেফতার ও বিচার, ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবারদের ক্ষতিপূরণ ও পূর্নবাসন এবং আদিবাসী পল্লীতে পুলিশ ফাঁড়ী স্থাপনান্তে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে বামগনতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে ঘন্টাব্যপী শহরের মুক্তির মোড়ে বামগনতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী ও সিপিবি'র সভাপতি কমরেড মহসীন রেজার সভাপতিত্বে এবং বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি'র সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, সদস্য মমিনুল ইসলাম স্বপন, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড রেবেকা সরেন, ওয়ার্ল্ড মাইনরিটিজ হিউম্যান রাইটস নওগাঁ জেলা শাখার সভাপতি শংকর রঞ্জন শাহা, বাসদের পতœীতলা উপজেলা শাখার আহ্বায়ক রবিউল টুডু, ধামুইরহাট শাখার আহ্বায়ক দেবলাল টুডু প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা জেলার ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, খাদ্য সামগ্রী ও পরিধেয় কাপড় সরবরাহ করার জন্য জোর দাবি জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় ক্ষতিগ্রস্ত ও ভূমিহীন এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন