ফজলে রাব্বী চেয়ারম্যান, নাজমুল হক মন্টু সেক্রেটারী
প্রতিনিধি নওগাঁ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা ইউনিটের সাধারন সভা (ওজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট নওগাঁ ইউনিটের চেয়ারম্যান এ্যাড: এ,কে,এওম ফজলে রাব্বী। শুক্রবার সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে নওগাঁ সদর আসনের সাবেক এমপি ও ইউনিটের আজীবন সদস্য আব্দুল মালেক, আজীবন সদস্য ও জেলা পরিষদের সচিব আ,ত,ম আবদুল্লাহিল বাকী, আজীবন সদস্য ও জেলা বার এ্যাসোসিয়েশানের সভাপতি এ্যাড: সরদার সালাহ উদ্দীন মিন্টু, আজীবন সদস্য ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের সভাপতি এ্যাড: ডি,এম আব্দুল বারী, আজীবন সদস্য মাষ্টার হাফিজুর রহমান, নওগাঁ ইউনিটের প্রতিষ্ঠাতা সদস্য ইব্রাহিম হোসেন ও সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। দ্বিতীয় পর্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পদাধিকার বলে জেলা পরিষদের চেয়ারম্যান নওগাঁ ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হন এ্যাড: এ,কে,এম ফজলে রাব্বী। সর্ব সম্মতিক্রমে সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহফিজার রহমান ভাইস চেয়ারম্যান, এ,কে,এম নাজমুল হক মন্টু সেক্রেটারী, কার্যকরী সদস্যরা হলেন: আলহাজ্ব ডা: মো. হাবিবুর রহমান, বিভাষ মজুমদার গোপাল, দেওয়ান আলী আকবর, শ্রী প্রতাপ চন্দ্র সরকার ও জাহাঙ্গীর আলম। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সাবেক সভাপতি ও ইউনিটের আজীবন সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, আজীবন সদস্য ও জেলা বার এ্যাসোসিয়েশানের সভাপতি এ্যাড: সরদার সালাহ উদ্দীন মিন্টু ও আজীবন সদস্য মোয়াজ্জেম হোসেন। নওগাঁ ইউনিটের মোট সদস্য সংখ্যা ৯২৪ জন। পরে অনুষ্ঠানের সভাপতি ১৯৭৬ সালে নওগাঁয় রেড ক্রিসেন্ট ইউনিটের সাতজন প্রতিষ্ঠাতা সদস্যদেরকে সন্মমনা ক্রেষ্ট প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন