সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও সাপাহার দুর্নীতি প্রতিরোধ কমিটি সাপাহার শাখার আয়োজন ও উপজেলা প্রশাসন এর সহযোগীতায় নওগাঁর সাপাহারে দুর্নীতি বিষয়ে এক আলোচন সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও তাঁর সঞ্চালনায় আলোচনা সভা এবং গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী কর্মতাদের বিরুদ্ধে জনগনের গনশুনানীতে অংশগ্রহণ করেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এসময় উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরিচালক (প্রতিরোধ) দুর্নীতি দমন কমিশন ডাকা এর মোহাম্মাদ মনিরুজ্জামান, নওগাঁ জেলার পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, দুর্নীতি দমন কমিশনের রাজশাহী বিভাগের পরিচালক মোহাম্মাদ মোরশেদ আলম, উপ-পরিচালক বেনজীর আহম্মদ, সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নুরুল হক মাস্টার প্রমুখ বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান চলাকালিন সময়ে আলোচনা সভা ও গনশুনানীতে উপজেলার সকল স্তরের শতশত লোকজন ও সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।
নওগাঁর সাপাহারে দুর্নীতি দমন কমিশনের গণশুনানী অনুষ্ঠিত
লোকেশন:
Naogaon District, Bangladesh
একটি মন্তব্য পোস্ট করুন