নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে দুই হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ খায়রুল ইসলাম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ । শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুঁটকিগাছা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত খাইরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা ১২টার দিকে খাইরুল ইসলাম মটরসাইকেল যোগে ইয়াবার একটি চালান নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তাফিজুর ও এস আই সুতসোম সঙ্গীয় ফোর্সসহ উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের শুঁটকিগাছা বাজার এলাকায় তাকে আটক করে। এ সময় তার কাছ ও মটরসাইকেলের সিটের নিচে থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এই ঘটনায় শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন