মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় দুই হোটেল-রেস্তোরা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকালে শার্শা বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল ও সহকারী কমিশনার (ভুমি) মৌসুমি জেরিন কান্তা যৌথ অভিযান পরিচালনা কালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ ও পরিবেশন করার অপরাধে মায়ের দোয়া হোটেল--রেস্তোরার মালিক আব্দুল ওয়াহেদকে ৩০ হাজার টাকা ও সীমান্ত হোটেলের মালিক অজিত কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করে।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার ম-ল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সরবরাহ ও পরিবেশন করার অপরাধে ভোক্তা অধিকার আইনে মায়ের দোয়া হোটেল--রেস্তোরার মালিক আব্দুল ওয়াহেদকে ৩০ হাজার টাকা ও সীমান্ত হোটেলের মালিক অজিত কুমারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন