প্রতিনিধি নওগাঁ: হাট-বাজারে অবৈধ টোল আদায় বন্ধ, ফসলের নায্যমূল্য নিশ্চিত করন, ইউনিয়ন পর্যায়ে সরকারি শষ্যক্রয় কেন্দ্র চালুকরন ও পল¬ী রেশনিং চালু এবং ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎতের অনিয়ম-হয়রানি-দূর্নীতি বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নওগাঁ জেলা শাখা ।
শনিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রী শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে সিপিবি নওগাঁ জেলা কমিটির সভাপতি কমরেড মহসীন রেজার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রদ্যুৎ ফৌজদার, বাংলাদেশ কৃষক সমিতির নওগাঁ জেলা শাখার আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মুনসুর রহমান, আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন হাট-বাজারে অবৈধ টোল আদায় বন্ধ, ফসলের নায্যমূল্য নিশ্চিত করন, ইউনিয়ন পর্যায়ে সরকারি শষ্যক্রয় কেন্দ্র চালুকরন ও পল¬ী রেশনিং চালু এবং ভূমি অফিস ও পল্লী বিদ্যুৎতের অনিয়ম-হয়রানি-দূর্নীতি বন্ধের দাবি জানান। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
একটি মন্তব্য পোস্ট করুন