নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সরকারী বি,এম,সি মহিলা কলেজে বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। গত শনিবার বিকেলে নওগাঁ সরকারী বি,এম,সি মহিলা কলেজ মাঠে বার্ষিক সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া কমিটির আহবায়ক আবুল কামাল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যোর মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, শিক্ষক পরিষদের সম্পাদক মোজাম্মেল হক প্রামাণিক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিতদের পুরষ্কার বিতরন করেন। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন