নওগাঁর রাণীনগরে ইরি-বোরো ধানের মাঠ পরিদর্শন করেন প্রধান বৈজ্ঞানিক সেলিম রেজা

নওগাঁর রাণীনগরে ইরি-বোরো ধানের মাঠ পরিদর্শন করেন প্রধান বৈজ্ঞানিক সেলিম রেজা
আবু রায়হান রাসেল, নওগাঁ : নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে রোপণকৃত ধানের মাঠ পরিদর্শন করেছেন, বাংলাদেশ ধান গবেষনা ইনষ্টিটিউট’র ব্রি-গাজীপুর’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সেলিম রেজা। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ধান ক্ষেত পরিদর্শনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্রি-রাজশাহী’র মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আমিনুল ইসলাম, এসএসও ড. হারুন অর-রশিদ, এসএসও ড. এবিএম আনোয়ার উদ্দিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শহিদুল ইসলাম, সম্প্রসারণ অফিসার সাজ্জাদ হোসেন সোহেল প্রমুখ।
 
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর রোপা-আমন ধান গাছ অজ্ঞাত রোগে হলুদ ও কালছে বর্ণ ধারণ করায় ফলন বিপর্যয় হয়েছিল। ওই অজ্ঞাত রোগ পুন:রায় চলতি ইরি-বোরো ধান ক্ষেতে দেখা দেওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ ও রোগাক্রন্ত চিহিৃত জমিতে রোপণকৃত ধান পরীক্ষার লক্ষ্যে মাঠ গুলো পরিদর্শন করা হয়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget