জাহিদুল হক মিন্টু, নওগাঁ: নওগাঁয় কিশোর ফুটবল টুর্নামেন্টের চুরান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী এনজিও সংস্থা সবুজ ছায়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ফুটবল মাঠে এই প্রতিযোগীতার আয়োজন করে। চুরান্ত প্রতিযোগীতায় দরিয়াপুর শেখ রাসেল স্মৃতি সংসদ চ্যম্পিয়ন এবং শৈলগাছী কিশোর একাদশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার বিকেল ৫টায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ ছায়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন শৈলগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর সরদার। বিশেষ অতিথি ছিলেন শৈলগাছী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের সদস্য বেদারুল ইসলাম বাদল, মৌসুমী সংস্থার উপ-নির্বাহী পরিচালক গৌতম কুমার ঘোষ,শৈলগাছী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রবিউল ইসলাম পিন্টু,সিনিয়র সহ-সভাপতি ইসলাম সরদার প্রমূখ।
একটি মন্তব্য পোস্ট করুন