বেনাপোল কাস্টম হাউজে একদিনের বাণিজ্য ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোল কাস্টম হাউজে একদিনের বাণিজ্য ব্যবস্থাপনা কর্মশালা অনুষ্ঠিত
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর) প্রতিনিধি: আমদানি ও রপ্তানি পণ্যের বন্ডেড ওয়্যার হাউজ সুবিধা, শুল্কায়ন ও জাহাজীকরন বিষয়ক এক দিনের বাণিজ্য ব্যবস্থাপনা এক কর্মশালা বৃহস্পতিবার সকালে বেনাপোল কাস্টম হাউস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বাস্তব ধারনা নিতে বৈদেশিক মিশনে নিয়োগপ্রাপ্ত বাণিজ্য মন্ত্রনালয়ের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এ কর্মশালায় অংশ নেন।

বেনাপোল কাষ্টম কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সংক্রান্ত বিভিন্ন বিষয়, যানজট নিরসনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও ভবিষৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশ স্থায়ী মিশনের ইকোনোমিক মিনিস্টার ড. আল আমিন প্রামানিক, চীনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সামসুদ্দিন, জার্মানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) শামসুল ইসলাম, জাপানের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) আরিফুল হক, রাশিয়ার বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সালেহীন সিরাজ, স্পেনের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) রেদোয়ান আহমেদ, যুক্তরাস্টের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) সেলিম রেজা, সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (বাণিজ্য) কামরুল হাসান, কোলকাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্য) শামছুল আরেফিন ও বানিজ্য মন্ত্রনালয়ের উপ সচিব (বানিজ্য-রপ্তানি) ফিরোজ উদ্দিন। পরে প্রতিনিধিদলটি দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি বানিজ্যিক প্রক্রিয়া, বেনাপোল বন্দর, কাস্টমস অফিস ও চেকপোস্ট পরিদর্শন করেন।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget