নওগাঁ প্রতিনিধি: ক্যান্সার রোগে আক্রান্ত সীমা বেগমের সাহায্যের আবেদন। সীমা বেগম নওগাঁর আরজী-নওগাঁ মধ্যপাড়া মহল্লার রিক্সা চালক মজিবর রহমানের মেয়ে।
জানা গেছে, সীমার পায়ের হাটুর নিচে ঘাঁ হলে দির্ঘদিন যাবৎ নওগাঁ সদর হাসপাতাল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করে সর্বশেষ সে বগুড়া জিয়া মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগে চিকিৎসাধীন রয়েছে। বগুড়া ক্যান্সার বিভাগের ডাক্তার বলেছেন ৪ টা কেমো থ্যারাপী দিবে হবে। কেমো দিতে কমপক্ষে ৫০ হাজার টাকা খরচ হবে। দরিদ্র রিক্সা চালক পিতা দির্ঘদিন যাবৎ চিকিৎসা করে সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। যদি কোন সহৃদয় ব্যক্তিবর্গগণ তার চিকিৎসার সহায়তায় সাহায্য করার জন্য অনুরোধ জানিয়েছেন তার দরিদ্র পিতা।
একটি মন্তব্য পোস্ট করুন