মাহমুদুন নবী বেলাল, নওগাঁ : প্রাথমিক শিক্ষার দীপ্তি” উন্নত জীবনের ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় জাতীয় প্রাাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৯ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় শহরের পুরাতন কালেক্ট্ররেট চক্তর থেকে বর্ণাঢ্য র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পিটি আই স্কুলে গিয়ে শেষ হয়। র্যালীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান। র্যালীটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, সুপারিনটেনডেন্ট পিটিআই রবীন্দ্রনাথ প্রামানিক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুমিনুল ইসলাম, জাভেদ আকতারসহ র্যালীতে বিভিন্ন স্কুলের, ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা অংশ গ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন