নওগাঁ জেলা প্রতিনিধি : ব্যতিক্রম আয়োজন অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বাংলাদেশ প্রতিদিনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে শহরের দয়ালের মোডে অবস্থিত আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ওসিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দীন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রউফ পাভেল, অর্থ সম্পাদক এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি বাবুল আখতার রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মাহমুদুন নবী বেলাল, প্রেসক্লাবের সদস্য ও দিপ্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুর রউফ রিপন, আশার আলো অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুবাইদা খাতুনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও সমাজের গুন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অটিষ্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন