নওগাঁয় উদীচী শিল্পগোষ্ঠীর ৭তম সম্মেলন উপলক্ষে র‌্যালী

নওগাঁয় উদীচী শিল্পগোষ্ঠীর ৭তম সম্মেলন উপলক্ষে র‌্যালী
প্রতিনিধি নওগাঁ: “জাগি মিলিত প্রাণে, আপন সংস্কৃতি-সংগ্রামে” এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় উদীচী শিল্পগোষ্ঠী সংসদের ৭তম সম্মেলন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নওগাঁ ঐহিত্যবাহী প্যারীমোহন সাধারণ গণগ্রন্থাগারে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় উদীচী সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় উদীচী সংসদের সদস্য ও বিশিষ্ট কথা সাহিত্যিক জাকির তালুকদার।
প্যারীমোহন সাধারণ গণগ্রন্থাগার থেকে র‌্যালীটি রেব হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানেই এসে শেষ হয়।
 
নওগাঁ জেলা সংসদের সভাপতি সাবেক অধ্যক্ষ মুর্ত্তজা রেজার সভাপতিত্বে এ সময় সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব, ডা: এএস রেজাউল মাহমুদ, সিপিবি নওগাঁর সভাপতি মহসীন রেজা, পৌর সভার সাবেক প্রকৌশলী গুরুদাস দত্ত,  ডা: জিয়াউল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, সম্মেলন প্রস্তুত কমিটির চেয়ারম্যান কবি ও রবিন্দ্র গবেষক সহকারি অধ্যপক আতাউল হক সিদ্দিকী, সদস্য সচিব গৌতম সান্যাল বাবু উপস্থিত ছিলেন। র‌্যালীতে সংসদের অন্যান্যরা সদস্যরাও অংশগ্রহণ করেন। পরে গণগ্রন্থাগার মিলনাতায়নে ৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget