নওগাঁ প্রতিনিধি: “সোনালী আঁশের সোনার দেশ, জাতীর পিতার বাংলাদেশ“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় পাট দিবস পালিত হয়েছে। বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। বুধবার সকালে নওগাঁ জিলা স্কুল থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। বিদ্যালয় মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সাবে অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মারিয়া প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সোনালী আঁশ পাটের উপরে বিস্তারিত আলোচনা করেন। র্যালী ও আলোচনা সভায় সরকারী কর্মকর্তা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন