এস রহমান সোহেল, আরব আমিরাত সংবাদদাতাঃ স্বাধীনতা দিবস উপলক্ষে
২৩ মার্চ শনিবার বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র উম্ম আল কোয়াইনে আয়োজিত রিহ্যাব ক্ষুদে আঁকিয়ে সিরিজের তৃতীয় চিত্রাংকনপ্রতিযোগীতাঅনুষ্ঠিতহয়েছে।
ছোট ছোট সোনামনিদের
পেন্সিল ও রং তুলিতে খুঁজে ফেরে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস। স্বাধীনতার মাসে প্রবাসের
মাটিতে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরতেই রিহ্যাবের এ আয়োজন।
এ সময় অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উম্ম আল কোয়াইন এর আহবায়ক এহছানুল হক চৌধুরী, উপদেষ্টা ইঞ্জি: আ: বাতেন ও আমিরুল ইসলাম এনাম।
আরও উপস্থিত ছিলেন আলী আকবর, সেলিম বাপারী, হাবিবুর রহমান টিপু, সাইফুল ইসলাম, কয়েস আহাম্মেদ, মারুফ আহম্মেদ ও মো: করিম সহ আরও অনেকে।
বহু ক্ষুদে আঁকিয়ে অংশ গ্রহন কারীর মধ্যে থেকে ” ক” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম রাইহা সুলতানা রিফা, দ্বিতীয় পৌষি রানী ও তৃতীয় অপূর্ব।
”খ” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম ফাতিমা আক্তার, দ্বিতীয় মো: জাহিদ ও তৃতীয় আব্দুল্লাহ মোহাম্মদ।
আমিরাতের সকল স্টেট থেকে প্রতি গ্রুপের তিনজন করে বিজয়ীরা যাবে ৫ এপ্রিল শারজায় এক্সপো সেন্টারে আয়োজিত গ্রান্ড ফাইনালে।
অনুষ্ঠানে আমরিাতের বিভিন্ন প্রদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলো আইডিয়া গ্যালারী।
এ সময় অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রের উম্ম আল কোয়াইন এর আহবায়ক এহছানুল হক চৌধুরী, উপদেষ্টা ইঞ্জি: আ: বাতেন ও আমিরুল ইসলাম এনাম।
আরও উপস্থিত ছিলেন আলী আকবর, সেলিম বাপারী, হাবিবুর রহমান টিপু, সাইফুল ইসলাম, কয়েস আহাম্মেদ, মারুফ আহম্মেদ ও মো: করিম সহ আরও অনেকে।
বহু ক্ষুদে আঁকিয়ে অংশ গ্রহন কারীর মধ্যে থেকে ” ক” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম রাইহা সুলতানা রিফা, দ্বিতীয় পৌষি রানী ও তৃতীয় অপূর্ব।
”খ” গ্রুপের বিজয়ী হয়েছে, প্রথম ফাতিমা আক্তার, দ্বিতীয় মো: জাহিদ ও তৃতীয় আব্দুল্লাহ মোহাম্মদ।
আমিরাতের সকল স্টেট থেকে প্রতি গ্রুপের তিনজন করে বিজয়ীরা যাবে ৫ এপ্রিল শারজায় এক্সপো সেন্টারে আয়োজিত গ্রান্ড ফাইনালে।
অনুষ্ঠানে আমরিাতের বিভিন্ন প্রদেশের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলো আইডিয়া গ্যালারী।
একটি মন্তব্য পোস্ট করুন