নওগাঁ জেলা প্রতিনিধি: স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নওগাঁয় ‘স্বাধীনতা দিবস লং রান’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ থেকে এ প্রতিযোগীতা শুরু হয়। অপরদিকে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে নারীরাও এ প্রতিযোগীতায় অংশ নেয়। আগামী বছর জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানে শত জন্মবাষির্কী পালনের প্রস্তুতি উপলক্ষে এর আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় প্রায় পাঁচশতাধিক নারী পুরুষ ও ছেলে মেয়ে যৌথভাবে অংশ নিয়ে প্রায় দুইকিলোমিটার দুরে নওগাঁ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও উত্তম কুমার, পুলিশ সুপার ইকবাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আগামী ২০২০ সালে জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানে শত জন্মবাষির্কী। দেশের সকল বিষয়ে উন্নয়ন নিয়ে আমরা প্রচার-প্রচারনা করব। এছাড়া মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দূর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে এবং প্রতিরোধ করতে হবে। তারা একদিন মাথা নোয়াতে বাধ্য হবে বলে জানান তিনি।
একটি মন্তব্য পোস্ট করুন