সাপাহার (নওগাঁ) : নওগাঁর সাপাহারে দিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালনের মধ্যে দিয়ে মহান ২১ ফেব্র“য়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২,০১ মিনিটে স্থানীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে আনূষ্ঠানিক ভাবে জাতীয় ও কালো পতাকা উত্তোলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক, পেশাজীবি সংগঠন ও সর্বস্তরের জন সাধারণের অংশ গ্রহনে একটি বিশাল প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী'র সভাপতিত্বে আলোচনা সভায় শহীদদের স্মরনে বিনম্্র শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সবুর আলী,কৃষি কর্মকর্তা মজিবুর রহমান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী,প্রানী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম,ওসি তদন্ত মনিরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের শেষার্ধে সাপাহার শিল্পকলা একাডেমির শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন