রিফাত হোসাইন সবুজ, নওগাঁ: প্রতি বছরের মতো এবারও বইমেলায় অনেক নতুন বই এসেছে। বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই বেরুচ্ছে নতুন নতুন বই। কবিতা, গল্প, উপন্যাস, ছড়া, ভ্রমণ, রম্য, কার্টুন, জীবনী কিছুই বাদ থাকছে না। সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে বইমেলায়। বই ক্রেতার সংখ্যাও লক্ষনীয়। অনেকেই আসেন বই দেখতে, বই কিনতে । আর সেই সাথে স্টলগুলো সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে। স্টলের আশপাশে পাঠকের উপচে পড়া ভিড়। সবাই নিজেদের পছন্দের বই খুঁজছেন। কারও ভালো লাগে গল্পের বই, কারও উপন্যাস আবার কারোও পছন্দ কবিতার বই।
যাদের কবিতার বই ভালো লাগে তাদের জন্য কবি ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুকের কবিতার সম্ভারে সাজানো ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি' বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী’র -২৩৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটির লেখক মাহফুজ ফারুকের সাথে কথা হলে তিনি জানান, আমাদের এই বইমেলা শুধুই বই বিক্রয়ের জন্য নয়। এটি একটি উৎসব। কেউ কিনতে আসবে, কেউ দেখতে আসবে, কেউ আড্ডা দিতে আসবে। এই মেলা শুধু ক্রেতার নয় বলেই লোকসমাগমের সমতুল্যসংখ্যক বই বিক্রয় হবে বলা যায় না। আবার কেনার ইচ্ছেও সামর্থ্য ও সংরক্ষণযোগ্য জায়গার উপরও নির্ভর করে।
তিনি আরও বলেন, বইয়ের হার্ড ফর্ম পৃথিবীতে যত দিন থাকবে, তত দিন অক্ষুন্ন থাকবে। অম্লান থাকবে। সফট ফর্মের যে কোনো বস্তুই একসময় অচল হয়ে যাবে। কিন্তু বই সারা জীবনই ঘরে, পাঠাগারে, আর্কাইভে জীবন্ত থাকবে। সেদিক থেকে বইয়ের ভবিষ্যৎ আগের মতোই আছে। অন্যদিকে প্রকৃত পাঠকের জন্য বইয়ের কদর অপরিবর্তিত আছে। বই স্পর্শ করা, অন্তর দিয়ে পড়া ও ভাব অনুভব করা, বইয়ের গন্ধ নেয়া, ছাপার অক্ষরকে প্রাণ ভরে দেখা এবং বইকে বুকে জড়িয়ে ধরা এসব উপভোগের সুযোগ একমাত্র হার্ড ফর্মের বইতেই আছে।
চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে প্রকাশিত মাহফুজ ফারুকের ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি ' বইটি পাঠকের নজর কেড়েছে বলে জানিয়েছেন বইটির প্রকাশক আব্দুল হাকিম।
এর আগে লেখকের কমিউনিটি রেডিও সাংবাদিকতা বিষয়ক বই প্রকাশিত হয়েছিল। বইটি বাংলাদেশের কমিউনিটি রেডিও কর্মীদের মাঝে ভালো সাড়া ফেলেছিল। উল্লেখ্য, মাহফুজ ফারুকের জন্ম নওগাঁর সাপাহারে তিনি ছোট বেলা থেকেই লেখা-লেখির সাথে জড়িত গাইবান্ধার কমিউনিটি রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার ছিলেন। বর্তমানে অনলাইন ভিত্তিক চ্যানেল ৮৭ টিভির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
যাদের কবিতার বই ভালো লাগে তাদের জন্য কবি ও গণমাধ্যমকর্মী মাহফুজ ফারুকের কবিতার সম্ভারে সাজানো ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি' বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় দাঁড়িকমা প্রকাশনী’র -২৩৪ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
বইটির লেখক মাহফুজ ফারুকের সাথে কথা হলে তিনি জানান, আমাদের এই বইমেলা শুধুই বই বিক্রয়ের জন্য নয়। এটি একটি উৎসব। কেউ কিনতে আসবে, কেউ দেখতে আসবে, কেউ আড্ডা দিতে আসবে। এই মেলা শুধু ক্রেতার নয় বলেই লোকসমাগমের সমতুল্যসংখ্যক বই বিক্রয় হবে বলা যায় না। আবার কেনার ইচ্ছেও সামর্থ্য ও সংরক্ষণযোগ্য জায়গার উপরও নির্ভর করে।
তিনি আরও বলেন, বইয়ের হার্ড ফর্ম পৃথিবীতে যত দিন থাকবে, তত দিন অক্ষুন্ন থাকবে। অম্লান থাকবে। সফট ফর্মের যে কোনো বস্তুই একসময় অচল হয়ে যাবে। কিন্তু বই সারা জীবনই ঘরে, পাঠাগারে, আর্কাইভে জীবন্ত থাকবে। সেদিক থেকে বইয়ের ভবিষ্যৎ আগের মতোই আছে। অন্যদিকে প্রকৃত পাঠকের জন্য বইয়ের কদর অপরিবর্তিত আছে। বই স্পর্শ করা, অন্তর দিয়ে পড়া ও ভাব অনুভব করা, বইয়ের গন্ধ নেয়া, ছাপার অক্ষরকে প্রাণ ভরে দেখা এবং বইকে বুকে জড়িয়ে ধরা এসব উপভোগের সুযোগ একমাত্র হার্ড ফর্মের বইতেই আছে।
চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে প্রকাশিত মাহফুজ ফারুকের ' যে বিশুদ্ধতায় আমি তোমাকে দেখি ' বইটি পাঠকের নজর কেড়েছে বলে জানিয়েছেন বইটির প্রকাশক আব্দুল হাকিম।
এর আগে লেখকের কমিউনিটি রেডিও সাংবাদিকতা বিষয়ক বই প্রকাশিত হয়েছিল। বইটি বাংলাদেশের কমিউনিটি রেডিও কর্মীদের মাঝে ভালো সাড়া ফেলেছিল। উল্লেখ্য, মাহফুজ ফারুকের জন্ম নওগাঁর সাপাহারে তিনি ছোট বেলা থেকেই লেখা-লেখির সাথে জড়িত গাইবান্ধার কমিউনিটি রেডিও সারাবেলার সিনিয়র স্টেশন ম্যানেজার ছিলেন। বর্তমানে অনলাইন ভিত্তিক চ্যানেল ৮৭ টিভির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
একটি মন্তব্য পোস্ট করুন