আব্দুর রউফ রিপন, নওগাঁ: “সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকালে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা দুলাল উদ্দীন খাঁন, রাণীনগর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন খাঁন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মফিজ উদ্দিন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন