যশোরের বেনাপোলে হুন্ডির ৪ লাখ টাকাসহ আটক -১

যশোরের বেনাপোলে হুন্ডির ৪ লাখ টাকাসহ আটক -১
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সাদিপুর মোড় থেকে হুন্ডির টাকা পাচারের সময় ৪ লাখ টাকাসহ আরিফুজ্জামান রয়েল (২৭) নামে একজনকে  আটক করেছে বিজিবি বৃহস্প্রতিবার সকাল  সাড়ে ১১ টার সময় তাদের আটক করে। আটকৃত আরিফুজ্জামান রয়েল ধান্যখোলার মানকিয়া গ্রামের আকরাম আলীর ছেলে।

৪৯ বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবদোর মনির হোসেন  বলেন গোপন সংবাদের ভিত্তিতে  ল্যান্স নায়েক নজরুল ইসলাম,নায়েক রফিকুল ইসলাম ও হাবিলদার রেজাউল ( এফআই জি) সাদিপুর গ্রামের মোড় থেকে   আরিফুজ্জামান রয়েলকে আটক করে। পরে আটককৃতের শরীর ভিতর থেকে  ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত টাকা ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় হুন্ডি পাচারের মামলা দিয়ে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget