মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ): পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অভিযানে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক শনিবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অিধীনস্থ পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৭৩/১-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য-৬,০০০/- টাকা। টহল দলের উপস্থিতি টের পেয়ে ধামুইরহাট উপজেলার রুপনারায়নপুর গ্রামের হারুন অর রশিদেও স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম (৪৫) ফেন্সিডিল ফেলে পালিয়ে যাওযায় টহল দল তাকে আটক করতে পারেনি ।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি ) এর পরিচালক অধিনায়ক মো: জাহিদ হাসান জানান আটককৃত ফেন্সিডিলসহ পলাতক আসামী’র বিরুদ্ধে নিকটস্থ ধামুইরহাট থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি ) এর পরিচালক অধিনায়ক মো: জাহিদ হাসান জানান আটককৃত ফেন্সিডিলসহ পলাতক আসামী’র বিরুদ্ধে নিকটস্থ ধামুইরহাট থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন