পিতার চিকিৎসা সাহায্যাথের প্রধানমন্ত্রী'র কাছে বয়াতী কন্যা তানহা'র আবেদন

পিতার চিকিৎসা সাহায্যাথের্  প্রধানমন্ত্রী'র কাছে বয়াতী কন্যা তানহা'র আবেদন
পিতার চিকিৎসা সাহায্যাথের প্রধানমন্ত্রী'র কাছে বয়াতী কন্যা তানহা'র আবেদন
রিপোর্ট: ইমাম বিমান: সঙ্গীতের মাধ্যমে দিন বদলের প্রত্যয় ব্যক্ত করা সেই আলোড়ন সৃষ্টিকারী “ এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনেরই নিবা তোমরা সেই দিনেরই কাছে” গানের জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুদ্দুস বয়াতী অসুস্থ অবস্থায় ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাধীন আছে। জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুদ্দুস বয়াতীর এ অবস্থায় তারই ছোট মেয়ের তানহা  তার বাবা কে বাচাতে প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাতে হৃদয় বিদারক কিছু কথা বলেন যা নিচে তুলে ধরা হলো।

আমি আপনাদের সবার প্রিয় শিল্পী কুদ্দুস বয়াতী'র ছোট মেয়ে তানহা,আমি আমার আব্বুকে হারাতে চাই না।  আপনারা জানেন অনেক দিন যাবত আমার আব্বু জাতীয় বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় আছে। খাদ্য নালি বন্ধ হয়ে যাওয়ায় মুখে কোন খাবারই খেতে পারছেন না। এখন একমাত্র স্যালাইনই আব্বুর ভরসা । ডাঃ বলেছে উন্নত চিকিৎসার জন্য খুব দ্রুত দেশের বাহিরে নিয়ে অস্ত্রপাচার করার জন্য। বাবার ফুসফুসের অবস্থা ভিষন খারাপ হয়ে গেছে। তাই আমার আব্বুকে বাঁচাতে হলে ৩০ লক্ষ টাকা প্রয়োজন। যা আমাদের সাধ্যের বাহিরে। তাই মমতাময়ী মাননীয় প্রধানমন্ত্রী'র কাছে আমার আকুল আবেদন, আব্বুকে উন্নত চিকিৎসার জন্য সহায়তা করুন। আমি আমার আব্বুকে হারাতে চাই না।

এ বিষয় জীবন সাথী মানব কল্যান ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জীবন জানান, আমরা জেএসপি অনুসন্ধান টিভি ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর পক্ষ থেকে জনপ্রিয় কণ্ঠ শিল্পী কুদ্দুস বয়াতিকে হাসপাতালে দেখতে যাই। সেখানে গেলে শিল্পী কুদ্দুস বয়াতির সাথে আমাদের কথা হয়, তখন সে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী'র ছবি বুকে জড়িয়ে "জেএসপি অনুসন্ধান টীম" কে বলেন, আমি বাঁচতে চাই  আমাকে বাঁচান, আমি একুশে পদক চাইনা, আমি আমার মায়ের (প্রধান মন্ত্রীর) ভালোবাসা ও বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সুস্থ হয়ে সবার মাঝে বেঁচে থাকতে চাই। তিনি আরো বলেন, আমার মা (প্রধানমন্ত্রী) আমার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, এখন যদি মা আমাকে ডাক্তারের পরামর্শ মতো বিদেশে চিকিৎসার সুযোগ করে দিতেন হয়তো আমি আরো কিছু দিন বেঁচে থাকতে পারতাম। অবশেষে তিনি দেশবাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়ে কান্নায় ভেঙে পড়েন।

বর্তমানে তিনি ১২/১৩ (২য় তলা) চ-১২ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকাতে ভর্তি আছেন,গত ২২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে এস.এম জীবন ও সুমন ভট্টাচার্য(সাংবাদিক ও মানবাধিকার কর্মী)প্রিয় শিল্পীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সেই সাথে তারা প্রিয় শিল্পীর চিকিৎসার সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, কেউ যদি শিল্পী কুদ্দুস বয়াতির উন্নত চিকিৎসার জন্য এগিয়ে আসতে চান তাহলে তার সাথে ০১৭১৬৮২৯৩৯০ নম্বরে ফোন করে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। কুদ্দুস বয়াতির হিসাব নাম্বার নিচে দেওয়া হলো। সোনালী ব্যাংক কল্যানপুর শাখা অ/ঈ: ১০০১৫২০৮৬,

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget