নওগাঁর মান্দায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতঙ্ক নির্মূল করার লক্ষ্য নিয়ে নওগাঁ জেলায় কুকুরের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে মান্দা স্বাস্থ্য কমপে¬ক্সের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ প্রধান অতিথি ছিলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আহসান হাবীব ও জামিলা আক্তার ফেন্সি, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সের আবাসিক চিকিৎসক ভাস্কর চন্দ্র মন্ডল, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ভেটেরিনারী অফিসার ডা. বিদ্যুৎ কুমার দত্ত, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, বেলাল হোসেন খান, ইলিয়াস খান প্রমুখ। সংশি¬ষ্ট সুত্র জানায়, আগামি ৯ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত উপজেলার ১৪ ইউনিয়নের পাড়া-মহল¬ায় একযোগে কুকুরকে জলাতঙ্ক রোধক টিকা প্রদান করা হবে। এ লক্ষ্যে প্রত্যেক ইউনিয়নে দুটি টিমে সুপারভাইজারসহ ১০ জন স্বেচ্ছাসেবি কাজ করবে।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget