আবু রায়হান রাসেল, নওগাঁ: পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে নওগাঁয় রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। নওগাঁ জেনারেল হাসপাতালের সহযোগিতায় জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে সদর মডেল থানা চত্বরে এ কর্মসূচী পালিত হয়। থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ) মুহাম্মদ রাশিদুল হক।
এসময় ওসি তদন্ত মো: আনোয়ার হোসেন,এসআই আব্দুল রারিক, নাজমুল হোসেন, আব্দুল রাজ্জাক,এএসআই এরশাদ আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের ২০জন পুলিশ সদস্য এসময় রক্তদান করেন। পরে সিভিল সার্জনের হাতে ব্লাড ব্যাংকে রক্ত হস্তান্তর করা হয়। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে (আজ) ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
এসময় ওসি তদন্ত মো: আনোয়ার হোসেন,এসআই আব্দুল রারিক, নাজমুল হোসেন, আব্দুল রাজ্জাক,এএসআই এরশাদ আলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পুলিশের ২০জন পুলিশ সদস্য এসময় রক্তদান করেন। পরে সিভিল সার্জনের হাতে ব্লাড ব্যাংকে রক্ত হস্তান্তর করা হয়। ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা গ্রহণ করুন’ এ শ্লোগানকে সামনে রেখে গত ২৭ জানুয়ারি থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ চলবে (আজ) ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
একটি মন্তব্য পোস্ট করুন