ঝালকাঠিতে এমপিওভুক্তির দাবীতে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঝালকাঠিতে এমপিওভুক্তির দাবীতে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
রিপোর্ট: ইমাম বিমান: ঝালকাঠিতে সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) এমপিও ভুক্তির দাবীতে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন  মানববন্ধন ও প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। 

মঙ্গলবার ১৯ ফেব্রয়ারী  সকাল ১১ টায় জেলা প্রশাসন কার্যালয়ের প্রধান ফটকের সামনে  "নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন " ঝালকাঠি জেলা শাখার সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে ফেডারেশনের  ঝালকাঠি জেলা কমিটির সভাপতি ডালিয়া নাসরিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা শাখার সহসভাপতি মোঃ শাহ আলম সরদার, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল,জেলার সহসভাপতি মোঃ নুরুল আমিন,কাঠালিয়া উপজেলার সভাপতি মোঃ খলিলুর রহমান, জেলার সাংগঠনিক সম্পাদক দেবব্রত হাওলাদার প্রমুখ। বক্তারা প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আশ্বাস দ্রুত বাস্তবায়নের জন্য দাবী জানান। 

মানব বন্ধন শেষে ফেডারেশনের নেতৃবৃন্দ ঝালকাঠির জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এমপিওভুক্তির দাবীতে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য কেন্দ্রীয় কমৃসূচীর অংশ হিসেবে বরিশাল বিভাগসহ সারা দেশে একযোগে এ কর্মসূচী পালিত হয়েছে।
লেবেলসমূহ:
লোকেশন: Jhalokati District, Bangladesh

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget