আব্দুর রউফ রিপন,নওগাঁ: নওগাঁর রাণীনগরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করলেন নির্বাহী কর্মকর্তা আল মামুন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে উপজেলার পারইল ইউনিয়ন, কালীগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় তিনি তালিকাভুক্ত ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন। ইতিমধ্যে প্রধান মন্ত্রীর নিদের্শে উপজেলার কয়েক হাজার ছিন্নমূল, ভিক্ষুক ও শীতার্ত মানুষের মাঝে দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের বরাদ্দকৃত শীত বস্ত্র বিতরন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নির্বাহী কর্মকর্তা আল মামুন এই শীতবস্ত্র বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, পারইল ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, অফিস সহকারী মাহফিল হোসেন প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন