লিপি সাহা ভাইস-চেয়ারম্যন পদে প্রার্থী হতে চান

আবু রায়হান রাসেল, নওগাঁ: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁ সদর আসনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে প্রার্থী হতে চান লিপি সাহা। ইতি মধ্যে তিনি দলের হাই কমান্ডকে বিষয়টি অবহিত করেছেন।  লিপি সাহা বলেন, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নওগাঁ সদর অসন থেকে নির্বাচন করতে চাই। আশা করি আমি নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করতে পারবো। লিপি সাহা স্কুল জীবন থেকে রাজনীতির সাথে জড়িত। তিনি ১৯৯২-১৯৯৩ সালে বি.এম.সি কলেজের ছাত্রলীগের সভানেত্রী ছিলেন। নির্বাচন সামনে রেখে ইতি মধ্যে বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করেছেন। নওগাঁয় হাজারো নারীর ভিড়ে একটি সফল নারীর নাম লিপি সাহা। শত বাধা পেরিয়ে বর্তমানে সব মহলেই সমাদৃত নওগাঁয় লিপি সাহা নামটি। বর্তমানে তিনি নওগাঁর গীতাঞ্জলী মার্কেটে সানন্দা বিউটি পার্লারের স্বত্তাধীকারী। রয়েছে বুটিকের ব্যবসাও। পাশা-পাশি উদ্যোক্তা তৈরীর জন্য বিউটি পার্লারে মেয়েদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তিনি শুধু একজন বিউটিশিয়ানই নন একজন ভালো রাধুনীও। ২০১৩ সালে সমগ্র বাংলাদেশের মধ্যে রান্নার ২য় হন। এছাড়া ভালো রান্নার জন্য তিনি ভারতের জি-বাংলা রান্না ঘরে বিজয়ী হয়েছেন। সেই সাথে তিনি একজন সফল ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে ২০১৪ সালে শ্রেষ্ঠত্ব হওয়ার গৌরব অর্জন করেন। এবং ২০১৮ সালে উপজেলা পর্যায়ে সেরা জয়িতা হওয়ার গৌরভ অর্জন করেন। লিপি সাহা বলেন, আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য। নওগাঁ সদর উপজেলা থেকে ভাইস-চেয়ারম্যান পদে সমর্থন পেলে শতভাগ জয়ের ব্যাপারে আশা বাদি বলে জানান লিপি সাহা।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget