বাকাসস’র নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহণ |
আবু রায়হান রাসেল, নওগাঁ: বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি (বাকাসস)’র নওগাঁ জেলা শাখার নব-নির্বাচিত নেতৃবৃন্দদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে শপথ বাক্য পাঠ করান, নওগাঁর সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদ্দীন। দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় অফিস সুপার মো: মোতাহার হোসেনকে রাণীনগর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারিগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি’র নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে ২৫টি পদে ২৫ জন প্রার্থীর বিপরীতে কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় সকল পদের প্রার্থীগণ বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। বাকাসস’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারি (রাজস্ব শাখা) মো: রবিউল আলম গত ১৭ নভেম্বর ২০১৮ইং তারিখে নির্বাচিতদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেন। উক্ত ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সুপার মো: মোতাহার হোসেন এবং স্থানীয় সরকার শাখা’র অফিস সহকারি হৃষিকেশ চন্দ্র মন্ডল সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। গত শনিবার সকালে জেলা প্রশাসকের সভা কক্ষে নব-নির্বাচিত নেতৃবৃন্দদের নওগাঁর সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মহিদ্দীন শপথ বাক্য পাঠ করান। দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হওয়ায় অফিস সুপার মো: মোতাহার হোসেনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, নির্বাহী অফিসার মো: আল মামুন, ভাইস চেয়ারম্যান হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, রাণীনগর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মরত বাকাসস’র সকল সদস্যবৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন