নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): “সুস্থ-সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাইয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এদিন সকালে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কেএম কাউছার হোসেন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা ফজলুল হক, আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আত্রাই প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন