“সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্যে হাঁটা” শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় সচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: “সুস্বাস্থ্য ও সুন্দর পরিবেশের জন্যে হাঁটা” শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় জেলা প্রশাসক মিজানুর রহমানের ব্যক্তি উদ্যেগে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের মুক্তির মোড়ে জেলা প্রশাসক মিজানুর রহমানের নেতৃত্বে এই একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি মাস্টার পাড়া-দয়ালের মোড়-কাজির মোড় হয়ে পুনরায় মুক্তির মোড় এসে শেষ হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম মোঃ শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান, নওগাঁ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সমাজ সেবক রোটানিয়ান চন্দন দেব, নওগাঁ একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব আতিক রহমান, উপস্থিত ছিলেন। এতে অংশ নেয়া মুক্তির মোড়স্থ রকি জানান, 
গত চার শুক্রবার থেকে এই কর্মসূচীতে অংশ নিচ্ছে। এর ফলে সে জানতে পেরেছেন যে, সুস্থ্য থাকতে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এ ছাড়া ড্রেনে পলিথিন, কাগজের ঠোঙ্গাসহ অন্যান্যে জিনিসপত্র ফেলার ফেলার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যায়। এই দিকগুলো সচেতন করা হচ্ছে।  নওগাঁ একুশে উদযাপন পরিষদের সদস্য সচিব আতিক রহমান জানান, নওগাঁয় জেলা প্রশাসক মিজানুর রহমানের ব্যাক্তি উদ্যেগে গত বছরের জুলাই মাসের ৬ তারিখ থেকে শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক জনসচেতনামূলক কর্মসূচীর উদ্ভাবন করেন। শুরুতে কম লোকজন অংশগ্রহণ করলেও বর্তমানে একটি সামাজিক আন্দোলনের রূপ নিচ্ছে। সমাজ সেবক রোটানিয়ান চন্দন দেব জানান, প্রতি শুক্রবার সকালে ধুলো মুক্ত পরিবেশে বিভিন্ন এলাকায় এভাবে হেঁটে কয়েক কিলোমিটার যাওয়া হয়। এ সময় জেলা প্রশাসক ওই এলাকার বিভিন্ন সমস্যা শোনেন এবং পর্যায়ক্রমে সমাধান করেন। দিনদিন এর কর্মসূচী জনপ্রিয় হচ্ছে। আগামিতেও এই কর্মসূচী ধরে রাখতে প্রশাসনের কাছে অনুরোধ জানান। জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, এই কর্মসূচীর মূল লক্ষ্য সমাজ থেকে মাদক, জঙ্গী ও সন্ত্রাস মুক্ত করা। এর পাশাপাশি জনসাধারণকে সচেতন করে তোলা হচ্ছে, আপনার বাড়ির ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্যে। যাতে মশা, দুর্গন্ধ ও মাছি থেকে রক্ষা করা। এর ফেলে সবাই সুস্থ্য থাকবো। এই কর্মসূচী আরো সক্রিয় করার জন্যে ইত্যে মধ্যে এলাকা ভিত্তিক কমিটি গঠন অব্যাহত এবং সারা জেলা আরো কমিটি করা হবে। এতে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শহরের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সংগঠন অংশ গ্রহণ করে। গত বছরের জুলাই মাস থেকে প্রতি শুক্রবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এই কর্মসূচীর আয়োজন করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget