নওগাঁ সদরে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত

মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: সারাদেশের ন্যায় নওগাঁ সদর উপজেলায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত নেতা আব্দুল জলিলের পুত্র ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন নওগাঁ সদর আসনে নৌকা প্রর্তীক নিয়ে বিপুল ভোটে বিজয়ের পর স্থানীয় সরকার নির্বাচনেও একই ধারাবাহিকতা বজায় রাখতে কাজ শুরু করেছে দলটি। নওগাঁ সদর উপজেলায় নৌকা প্রতীক নিয়ে ভোট করার জন্য প্রায় ১০জন আবেদন করলেও জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রতিটি উপজেলায় নির্বাচনি প্রার্থী বাছাই কমিটি গঠন করা হয়। এর ধারা বাহিকতায় গতকাল শুক্রবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উক্ত প্রার্থী বাছাই কমিটি সকলের মতামতের ভিত্তিতে জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিককে আওয়ামীলীগের একক প্রার্থী ঘোষনা করেন। উক্ত সভায় উপস্থিত  ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মালেক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক বিভাষ চন্দ্র মজুমদার গোপাল, উপ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ বকুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মামুন খোকন, নওগাঁ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী। এছাড়া নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গন উপস্থিত ছিলেন। উল্লেক্ষ আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বর্তমানে জেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ও  বিভিন্ন সমাজ সেবা মুলক সংগঠনে নেতৃত্ব প্রদান করে সমাজ সেবক হিসাবে খ্যাতি লাভ করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget