নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আল মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশিষ কুমার ঘোষ, কোর্সের প্রশিক্ষক রেমন রহমান প্রমুখ। রাণীনগর উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকার)’ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে ফেব্রুয়ারী-২০১৯ মাসে একমাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ শেষে কোর্সে অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন এলাকার ৪০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেওয়া হয়।
একটি মন্তব্য পোস্ট করুন