মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ ) : পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এর অিধীনস্থ রাধানগর সীমান্ত ফাঁড়ীর টহল দলের অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করেছে ।বুধবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ রাধানগর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহজাহান এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৩/১৯-আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাধানগর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল (প্রতি বোতল ১০০ মিঃ লিঃ) আটক করেছেন । যার সিজার মূল্য-৪০,০০০/- টাকা। পতœীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি ) এর পরিচালক অধিনায়ক মো: জাহিদ হাসান জানান মাদক চোরাকারবারী পতœীতলার রাধানগর গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো: শাহীন( ২৬) , মো: আবু তাহেরের ছেলে মো: হাবিবুর রহমান (২৮) ও একই গ্রামের মো: কাইয়ুমের ছেলে মো: হারুন (২৫ ) কে পলাতক আসামী করে মালামালসহ পতœীতলা থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন