হাফিজার রহমান, বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা: নওগাঁর বদলগাছীতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী উপজেলা প্রাথমিক শিক্ষকদের আয়োজনে গত ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় উপজেলার ঐতিহাসিক পাহাড়পুরে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষার গুণগত মান উন্নয়নে উক্ত সভার আয়োজন করা হয়। বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার (সেলিম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, বদলগাছী উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মোঃ আবু খালেদ(বুলু), বদলগাছী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ, ঢেকড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমা বেগম, সেনপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার মন্ডল প্রমূখ। এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সকল ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মধ্যাহ্ন ভোজের ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন