র্যাবের অভিযান
ভ্রাম্যমান আদালতে ১৯ জুয়াড়ির কারাদন্ড |
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ): নওগাঁর আত্রাইয়ে জুয়া খেলা ও মাদকসেবনের দায়ে ১৯ জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২২ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালকের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে র্যাব-৫, সিপিসি-২ এর এএসপি জাহেদ শাহরিয়ার ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছানাউল ইসলাম এর যৌথ অভিযানে মাদক সংরক্ষণ, প্রকাশ্যে সেবন ও জুয়া খেলার অপরাধে ১৩ পুড়িয়া গাঁজা, ১০ সেট পে¬ইং কার্ডসহ ১৯ জন জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে গোলাম সর্দার (৪৭), ভরতেতুলিয়া গ্রামেরর মৃত আফছার প্রামনিক এর ছেলে হাবল প্রামানিক (৩১), আমরুল কসবা গ্রামের মৃতমছির র্মদার ছেলে মফেল মৃধা (৪৫), থাঐ পাড়া গ্রামের আফিল মন্ডলের ছেলে এরশাদ (২৮), ভরতেতুলিয়া গ্রামের শাহার দেওয়ানের ছেলে শামীম আলী দেওয়ান (২৮), বিহারীপুর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে মোজাহারুল সর্দার (৩২), মহাদীঘি গ্রামের মৃত সখিমদ্দিন ছেলে বাবু মন্ডল (৫৫), সদুপুর গ্রামের মৃত রুপচান মন্ডল এর ছেলে মানিক মন্ডল (২৬), মহাদীঘি গ্রামের মৃত বিষু সরদারের ছেলে মজিব (৪২), বিহারপুর গ্রামের মৃত ইয়াচিন আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), খোলাপাড়া গ্রামের গ্রামের মৃত বাহার আলীর ছেলে খলিলুর রহমান (৫৮), বিহারীপুর গ্রামের মৃত াাশরাফ আলীর ছেলে মজিবর রহমান(৫৯), ভরতেতুলিয়া গ্রামের মৃত গফুর প্রাং এর ছেলে রফিকুল (৩৮), থাঐপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদএর ছেলে জিয়াউর রহমান (৬৮) ভরতেতুলিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে কিয়ামত আলী (৫৯), ভরতেতুলিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে নাজমুল হক (৫১), হিঙ্গলকান্দী গ্রামের রফিক সরদার এর ছেলে হারুন উর রশিদ (১৯), ও হিঙ্গলকান্দী আকবর আলীর ছেলে সেকেন্দার হোসেন (৪৪)।
ভ্রাম্যমান আদালত কর্তৃক ১নং হতে ১৭নং আসামীর মাদকসেবন ও জুয়া খেলার জন্য ১৫দিন, ও ১৮, ১৯নং আসামীর প্রকাশ্যে জুয়া খেলার জন্য ২০দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছানাউল ইসলাম এর আদালত। ভ্রাম্যমান আদালতের নির্দেশে আটককৃত আসামীগণকে শনিবার সকালে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
শুক্রবার (২২ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে ভ্রাম্যমান আদালকের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ছানাউল ইসলাম এ কারাদন্ড প্রদান করেন।
জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে র্যাব-৫, সিপিসি-২ এর এএসপি জাহেদ শাহরিয়ার ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছানাউল ইসলাম এর যৌথ অভিযানে মাদক সংরক্ষণ, প্রকাশ্যে সেবন ও জুয়া খেলার অপরাধে ১৩ পুড়িয়া গাঁজা, ১০ সেট পে¬ইং কার্ডসহ ১৯ জন জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলেন, আত্রাই উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে গোলাম সর্দার (৪৭), ভরতেতুলিয়া গ্রামেরর মৃত আফছার প্রামনিক এর ছেলে হাবল প্রামানিক (৩১), আমরুল কসবা গ্রামের মৃতমছির র্মদার ছেলে মফেল মৃধা (৪৫), থাঐ পাড়া গ্রামের আফিল মন্ডলের ছেলে এরশাদ (২৮), ভরতেতুলিয়া গ্রামের শাহার দেওয়ানের ছেলে শামীম আলী দেওয়ান (২৮), বিহারীপুর গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে মোজাহারুল সর্দার (৩২), মহাদীঘি গ্রামের মৃত সখিমদ্দিন ছেলে বাবু মন্ডল (৫৫), সদুপুর গ্রামের মৃত রুপচান মন্ডল এর ছেলে মানিক মন্ডল (২৬), মহাদীঘি গ্রামের মৃত বিষু সরদারের ছেলে মজিব (৪২), বিহারপুর গ্রামের মৃত ইয়াচিন আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫), খোলাপাড়া গ্রামের গ্রামের মৃত বাহার আলীর ছেলে খলিলুর রহমান (৫৮), বিহারীপুর গ্রামের মৃত াাশরাফ আলীর ছেলে মজিবর রহমান(৫৯), ভরতেতুলিয়া গ্রামের মৃত গফুর প্রাং এর ছেলে রফিকুল (৩৮), থাঐপাড়া গ্রামের মৃত হারুনুর রশিদএর ছেলে জিয়াউর রহমান (৬৮) ভরতেতুলিয়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে কিয়ামত আলী (৫৯), ভরতেতুলিয়া গ্রামের মৃত আজাহার আলীর ছেলে নাজমুল হক (৫১), হিঙ্গলকান্দী গ্রামের রফিক সরদার এর ছেলে হারুন উর রশিদ (১৯), ও হিঙ্গলকান্দী আকবর আলীর ছেলে সেকেন্দার হোসেন (৪৪)।
ভ্রাম্যমান আদালত কর্তৃক ১নং হতে ১৭নং আসামীর মাদকসেবন ও জুয়া খেলার জন্য ১৫দিন, ও ১৮, ১৯নং আসামীর প্রকাশ্যে জুয়া খেলার জন্য ২০দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ছানাউল ইসলাম এর আদালত। ভ্রাম্যমান আদালতের নির্দেশে আটককৃত আসামীগণকে শনিবার সকালে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন