নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আন্তজাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ৬জন ভাষা সংগ্রামী ও গুনী ব্যক্তিকে একুশের পদক প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে একুশের পদক তুলে দেন, ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন এমপি। গত বৃহস্পতিবার রাতে শহরের পিটিআই স্কুল মাঠে জেলা প্রশাসন আয়োজন করেন।
পদক প্রাপ্তরা হলেন, ভাষা সংগ্রামী ও সাবেক প্রধান শিক্ষক শিক্ষাবিদ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা এম,এ রকিব, ডা: আমজাদ হোসেন তরফদার (মরোনত্তর) এর পুত্র সাংবাদিক ফরিদুল করিম তরফদার, সাবেক ডেপুটি স্পীকার এম বয়তুল্লাহ (মরোনত্তর) এর পুত্র বীরমুক্তিযোদ্ধা সামসুল আলম, এ্যাড: রেজাউন নবী (মরোনত্তর) এর পুত্র সাবেক অধ্যক্ষ মোর্তুজা রেজা, মোমিনুল হক ভুটি (মরোনত্তর) এর পুত্র মাহমুদুল হক সোহেল। এর আগে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে শহীদ দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, শিক্ষাবিদ আলতাফ হোসেন ও সাংবাদিক ফরিদ্যুল করিম তরফদার প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন