যশোরের নাভারনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কিশোরীর আত্মহত্যা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: খুলনাগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নাজনীন আক্তার তৃষা (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

নাভারন যাদবপুর নামক স্থানে সোমবার সকালে এ ঘটনা ঘটে। তৃষা শার্শা উপজেলার নাভারনের যাদবপুর গ্রামের আবু জাফরের মেয়ে।

মৃত তৃষার মা জানান, আমার মেয়ে সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুক্ষন পরে আমার কাছে সংবাদ আসে আমার মেয়ে আর নেই।

এলাবাসী জানান, তৃষার মায়ের সাথে কথা কাটাকাটি করে অভিমানে সকালে স্কুলে যাওয়ার পথে আত্মহত্যা করে।

সকাল সাড়ে ৯টায় বেনাপোল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি নাভারনে আসার সময় ১০টার দিকে তৃষা ট্রেনটির সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জিআরপি পুলিশের এসআই আব্দুল আলিম আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল পাঠায়।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget