নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি নাটাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে নওগাঁয় জেলা এ্যাভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে শহরের প্যারিমোহন লাইব্রেরী মিলনায়তনে জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ইউনিট কমান্ডার হারুন অল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর হাসপাতালের আর এমওর ডাঃ মনির আলী আকন্দ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলা ইউনিটের সাবেক কমান্ডার গোলাম সামদানী, ডেমিয়ন ফাউন্ডেশানের কর্মকর্তা মাহফুজুর রহমান, নাটাবের কোষাধক্ষ্য জোনায়েদ আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা যক্ষা রোগের বিষয়ে কুফল ও করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন