নওগাঁয় ৬টি নদী শুকিয়ে নেমে গেছে পানির স্তর, দখল দূষণে অস্তিত্ব সংকটে

নওগাঁয় ৬টি নদী শুকিয়ে নেমে গেছে পানির স্তর, দখল দূষণে অস্তিত্ব সংকটে
নওগাঁয় ৬টি নদী শুকিয়ে নেমে গেছে পানির স্তর
প্রতিনিধি নওগাঁ: জল বায়ুর বিরুপ প্রভাব আর ফারাক্কার মরুকরনে নওগাঁর ৬ টি নদী শুকিয়ে গেছে । শুস্ক মৌসুমের শুরুতে পানি শুন্য হয়ে পড়ায় বোরো সেচ নিয়ে শংকিত নদী তীরের হাজার হাজার কৃষক। অন্যদিকে দখল দুষনে চলছে প্রতিযোগিতা করে। জলশুন্য হয়ে পড়ায় বেকার হয়ে পড়েছে নদী নির্ভর মৎস্য জীবিরা। এলাকা বাসী বলছে সংরক্ষন ও পুন:খনন করা না হলে এ অঞ্চলের নদী গুলো হারিয়ে যাবে কালের গর্ভে। নওগাঁয় রয়েছে ছোট বড় ৬টি নদী। শুস্ক মৌসুমের শুরুতে আত্রাই, ছোট যমুনা, তুলসী গংগা, নাগর, শিব, ফকিন্নি, পুনর্ভবা নামক এসব নদী শুকিয়ে পানি শুন্য হয়ে গেছে। এক সময় এসব নদী ছিল হাজার হাজার মানুষের জীবিকার উৎস। নদীর পানি ব্যবহার করে দু পাড়ের মানুষ ভরে তুলত তাদের ফসলের ক্ষেত। এখন বছরে মাত্র তিন থেকে চার মাস পানি থাকে এসব নদীতে এরপর ধুধু বালুচরে পরিনত হয়। পানি শুন্য মরা নদীতে চলছে দখল ও দুষনের প্রতিযোগিতা। স্থানীয়রা বলছেন আগে এসব নদী অনেক উত্তাল ছিল। এখন সব স্মৃতি। নওগাঁর মৃত প্রায় ৬টি নদী কে দখল ও দুষনের হাত থেকে রক্ষার দাবীতে সম্প্রতি জেলা মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসুচী পালন করছে। জেলা মানবাধিকার সংগঠনের সাধারন সম্পাদক চন্দ্রন কুমার দেব বলেন, এখন যে অবস্থা আমাদের ছোট যমুনা এটাকে রক্ষা করতে সকলের উদ্যেগ নেওয়া দরকার। এদিকে অবৈধ দখল রোধ আর এসব মরা নদী রক্ষায় জেলা পানি উন্নয়ন বোর্ডে ও পৌর প্রশাসনের ব্যার্থ চেষ্টা নিয়ে রয়েছে নানা অভিযোগ। দখলদার দের বিরুদ্ধে মামলা দিয়ে ঠেকানো যাচ্ছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী সুধাংসু কুমার সরকার বলেন নওগাঁর ৬ টি নদী খনন কাজের প্রস্তাাবনা প্লানিং কমিশনে দেওয়া আছে।  প্রায় ১০০ কিলোমিটার নদী ড্রেজিং করার জন্য এ প্রকল্প ধরা হয়েছে। এদিকে নওগাঁর ছোট যমুনা নদী কালিতলা সুপারি পট্রিসহ বেশ কিছু ধার সংলগ্ন অবৈধ দখল চলছে। এসব নিয়ে একাধিক মামলা করেও এ দখল থামানা যাচ্ছে না বলে জানালেন নওগাঁ পৌর মো: নজমুল হক সনি। শুকিয়ে যাওয়া নদীর দু তীরে দখল রোধে জেলা প্রশাসনের কার্যকর ভুমিকা নিয়ে রয়েছে প্রশ্ন। নওগাঁ জেলা প্রশাসক  মিজানুর রহমান  বলেন নদী দখল দূষন রোধ করতে প্রশাসন সচেষ্ট আছে। পরিবেশের বিরুপ প্রভাব মুক্ত রাখতে জেলার নদী গুলোকে সচল করা গেলে শষ্য সমৃদ্ধ হয়ে উঠবে এ অঞ্চল এই অভিমত সকল মহলের।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget